তুমি আসবে বলে
আকাশে আজ একফোঁটাও মেঘ নেই
বিদ্যুৎচমকের চোখ রাঙ্গানোর দল নিয়েছে ছুটি
বাউরি বাতাস নিয়েছে ঘর কপাটে দিয়েছে খিল
তুমি আসবে বলে ফুলে ফুলে উঠলো ভরে নিখিল


তুমি আসবে বলে
মৌনতার অনুভবে পাই স্নিগ্ধতার আলতো ছোঁয়া
প্রতীক্ষার বাঁধ ভেঙে ভাসিয়ে নেয় হৃদয় নদীর কূল  
ডুবসাঁতারে প্রমত্ত আত্মহারা দিগবিদিক হারাই জ্ঞান
তুমি আসবে বলে দূর নক্ষত্রের অপলক চেয়ে থাকা


তুমি আসবে বলে
কাব্য মঞ্জরিরা প্রতীক্ষায় জাগে জোছনা স্নাত রজনী
কত নির্ঘুম যাতনায় অষ্টপ্রহর কাতরায় বিরহী ফুল মালি
কামনা জাগে ফাগুন পরশে পলাশ বুকে জ্বালবে আগুন
তুমি আসবে বলে ধরণির মন ময়ূরীর দল করে গুনগুন


তুমি আসবে বলে
সলাজে মুখ লুকায় কুহেলিকা
তোমার ছোঁয়ায় রুক্ষ উষ্কখুষ্ক বৈধব্যের হলো সারা
তিতিক্ষারা সব বসন্ত বিলাসী উন্মত্ততার আয়োজন
তুমি আসবে বলে ফাগুন কোকিল তোলে গুঞ্জরণ।