তুমি চাওনি বলে
ফুটতে ফুটতেই ঝরে গেলো ফুটতে চাওয়া মুকুল
আমার বনের মালতি,শেফালিকা লজ্জায় ঘৃনায়
মুখ লুকালো শেষ রজনীর দুর্ভেদ্য তিমিরে!


তুমি চাওনি বলে
ফাগুন রাতের পূর্ণ তিথি উপেক্ষা করে মুখ লুকায়-
তীব্র পিপাসা কাতর নিশি জাগা পক্ষীকূল!
কাকাতুয়া,ময়নাও ধরেনা আর বোল!


তুমি চাওনি বলে
একটা দীর্ঘ স্বপ্ন চৈতন্য হারায়ে নিশির বুকে লুটায়
আসে নিয়ত নূতন রঙিন প্রভাত,জীবন আঁধারে
কাঙ্ক্ষিত সোনালি ভোর আসেনা ফের!
শুধু তুমি চাওনি বলে……!