যোগাযোগ না রেখেই ভালোই করেছো বন্ধু
যা হয় হউকনা আমার-
তুমিতো পেয়েছো যন্ত্রণার অবকাশ।।
নাইবা ছিলাম তোমার প্রেমের যোগ্য
নাইবা পেলাম প্রিয় হাতের বরণ মাল্য।।
তাতেও দুঃখ করিনা আর-
এটাই শান্তনা জীবনে আমার।
অযোগ্য হয়েও পেয়েছিনু তোমার প্রেমের আভাস।
তুমিতো পেয়েছো যন্ত্রণার অবকাশ।।
ভালই জান তুমি সাধ্য নাই তোমার
আমার প্রেমের দাবী করবে অস্বীকার।।
নয়ন সমুখে থাক যদি দিতে হবে মিথ্যে আশ্বাস
সে'তো তুমি ভালোই জান।
তাইতো হঠাৎ করেই নীরবে মুখ লুকালে
খোঁজে যেন আর না পাই তোমারে।।
ভালোই থেকো তুমি...
জানতেও চাইবনা কোনদিন আর-
কালো মেঘে ভরালে কেন আমার সুনীল আকাশ।
তুমিতো পেয়েছো যন্ত্রণার অবকাশ।।
যোগাযোগ না রেখেই ভালোই করেছো বন্ধু
যা হয় হউকনা আমার-
তুমিতো পেয়েছো যন্ত্রণার অবকাশ।।