তোর বিরহের অনলে আমি পুড়ে হলাম ছাই
কালা'র টানে ভাসি অকূল,আপন ঘর হারাই,
ওরে নিঠুর তোর মনে কী দয়ামায়া নাই।।


কোন সে দোষে তুই ছাড়লি'রে এই ঘর
ক্যামন ভালো হইলো তোর কইরা আমায় পর।।
পাগলিনী মনটা আমার,উদাস উদাস করে হায়…


তোর মনে কী দয়ামায়া নাই……


কথা ছিলো রোজ সকালে পড়বি'রে এই মালা
সেই মালা আজ যায় শুকিয়ে বাড়ে হৃদ জ্বালা।।
আশার ফাগুন হইলো বিদায়,ক্যামনে মন বুঝাই…


তোর মনে কী দয়ামায়া নাই……


তোর বিরহের অনলে আমি পুড়ে হলাম ছাই
কালা'র টানে ভাসি অকূল,আপন ঘর হারাই,
ওরে নিঠুর তোর মনে কী দয়ামায়া নাই।