আমরা ছুটেছি মোহের অন্দরে
নিমজ্জিত প্রাণ তমসা বিথারে,
এসো অরুণ ফেলো রাঙা চরণ
দীপ্তিময় করো জীবণ আঁধারে।


ঘুচাও প্রাণের সংকীর্ণতা যত
জাগাও আশা বঞ্চিত ভাগ্যহত,
খেদোক্তি নয় আর মুছো আঁখি
হতাশার দ্বারে আন সুখ পাখি।


কোন-সে দোষে রবে অবহেলে
জাগো উৎপীড়ককে পায়ে দলে,
আমরাও মানুষ,সন্তান ধরণীর-
পেষণ সওয়া নয়, উঁচু রাখ শির।