আজন্ম দেখে আসছি নিষ্ঠুর বর্বরতা
দুর্বলের উপর সবলের অত্যাচার চিরকালের
আজো ভয়ে আতকে উঠে নিষ্পাপ কোমল মতি প্রাণ
অসহায় বৃদ্ধের বেঁচে থাকার তীব্র আকুতি
অবোধ শিশু মায়ের বুকে মুখ লুকায় প্রাণ ভয়ে
সম্ভ্রম হারানো জননী পালিয়ে বেড়ায় ঘৃণায়,লজ্জায়


ফিলিস্তিনি, ইরাক,ইয়েমেন,লিবিয়া,সিরিয়া-
ইউক্রেন প্রতিহিংসার দহনে পুড়ে খাক
সব হারানো মনুষ্যকূল ছুটে শরণার্থী শিবিরে
আজো বাঙালি বয়ে যাচ্ছে লক্ষ লক্ষ রোহিঙ্গার ভার
কী নিদারুণ বাস্তবতার সম্মুখীন আজ বিশ্ব মানবতা
সচ্ছল মানুষেরও দিন কাটে অনাহারে আধপেটে


চারিদিক তাক করা শকুন দৃষ্টি
অত্যাধুনিক সমরাস্ত্রের তর্জন গর্জন
জলভাগ,স্থলভাগ এমনকি আকাশ পথও বেদখল
বাতাসে বারুদের গন্ধ,বীভৎস লাশের মিছিল
সন্তান হারানো মায়ের করুণ বিলাপ……
আর কত……?


আর কতো মারণাস্ত্র রচিবে ভূমে?
ক্ষিপ্র গতির যুদ্ধ বিমান
বিকৃত লালসার সৃষ্ট পারমানবিক বোম,ড্রোন-
মিসাইল,সাবমেরিন আরো কত কৌশল মানব হত্যায়


ও যুদ্ধ বিলাসী কালের অভিশাপ
ভেবেছো কী কখনও?
মিলিয়ন বিলিয়ন ডলার অহমিকায়-
ব্যয় করেছো যে মানব হত্যার ঘৃণ্য কর্মে
পারবে কী তোমার সমস্ত ব্যয়ে একটি মানুষ গড়তে?