ও রাজা তোর খোল'রে বিবেক দ্যাখ মেলে তুই আঁখি,
নেই ভালো আজ তোর সোনা ধন ভাসছে আঁখি জলে ;
দ্রব্যমূল্যের আতঙ্কেই আজ ভয় ডর নিয়েই থাকি,
ও রাজা তোর খোল'রে বিবেক দ্যাখ মেলে তুই আঁখি,
রাত পোহাতেই দ্যাখতে হয় সব শুভংকরের ফাঁকি,
জাতির ভাগ্যে নামছে আঁধার আজ কুচক্রীর ছলে,
ও রাজা তোর খোল'রে বিবেক দ্যাখ মেলে তুই আঁখি,
নেই ভালো আজ তোর সোনা ধন ভাসছে আঁখি জলে।