ছুটছে তারা স্বার্থের পেছন
দাঁড়ায় সময় নেই,
সময় জ্ঞান তার টনটনে খুব
হারায় না যে খেই।


বাঁদর নাচন ভেল্কিবাজি
আরো কতো ঢং,
পরের আহার ছিনিয়ে তায়
খেলছে হোলি রঙ।


হালাল হারাম তার নাই'রে ভেদ
সকল কিছু লয়,
আপন স্বার্থেই মাতোয়ারা
অন্যের জীবন ক্ষয়।


নেতা মন্ত্রী পকেট ভর্তি
তারে কে আর পায়,
ক্ষুধার জ্বালায় তড়পালে কেউ
লাল চোখে তাকায়।


হোমড়াচোমরা সমাদৃত
সর্বস্তরে রয়,
পেষণ সওয়া জনতা সব
চুপটি মেরেই সয়।