সত্য ন্যায়ের নাই'রে প্রভেদ
বুঝা বড়ই কঠিন,
খাঁটি মেকির বাজারে আজ
সকলি ভাই অচিন।


দুধের স্বাদ যে জলেই মেটাই
তেঁতুল এখন মিষ্টি,
একই গাছে হরেক ফুল ফল
যেনো আজব সৃষ্টি।


বরফ জমাট মাছের শরীর
হারায় অঙ্গ শোভা,
সিন্ডিকেটের চোখ রাঙ্গানোয়
সবাই এখন বোবা।


জ্ঞানী ধার্মিক ফিরছে আলয়
লজ্জায় মাথা নত,
অযোগ্যদের সব করতল
দুর্ভোগ ভাগ্যহত।