উঠেনি চাঁদ ফোটেনি তারাদের ফুল
আসবে বলে প্রিয়া আসলোনা আর,
সন্ধা প্রদীপ জ্বালি রাতি হলো ভোর
এলোনা সে ফিরে ভাঙলো না ভুল।।


কোন সে অভিমানে দিলে এমন সাজা
দূরে থেকে কত আর করবে এমন মজা।।
আমার এ না জানা ভুল করিও ক্ষমা
শুকিয়ে গেলো যে হায় তুলে রাখা ফুল…


এলোনা সে ফিরে ভাঙলো না ভুল...


আর কী পরলেনা শুধরে দিতে মোরে
আঘাত বিনা সুর বেজে উঠে কী তারে।।


ওগো তোমার এই নীরব অভিমানে
ব্যথার ভৈরবী সদা বাজে মোর প্রাণে
         তোমার এই নীরব অভিমানে-
প্রতীক্ষার ঢালা রইলো পড়ে অবহেলায়
কাঁদে মোর বিরহী পরান শুকালো বকুল….


এলোনা সে ফিরে ভাঙলো না ভুল


উঠেনি চাঁদ ফোটেনি তারাদের ফুল
আসবে বলে প্রিয়া আসলোনা আর,
সন্ধা প্রদীপ জ্বালি রাতি হলো ভোর
এলোনা সে ফিরে ভাঙলো না ভুল।।