কি করে যেন মিলে যায় ভাবনাগুলো
আমারও ভালো লাগে
দূর গগনের সীমাহীন নীল,রাতের তারা,জ্যোৎস্না-
মাখা নির্ঘুম যামিনী,ঊষালগ্নে প্রথম সূর্যের আলাপন।


ভালো লাগে ভাবতে হংসমিথুন ভাসা শৈশব
প্রিয় ব্রহ্মপুত্রের বুকে প্রমত্ত চিত সাঁতার
এ ঘাট হতে অন্য ঘাট
নেই কোন প্রতিযোগিতা তবুও ভেসে চলা বিরামহীন!


ভালো লাগে বকুলের গন্ধ মাখা বইয়ের পাতা
রক্তকরবী আর ফাগুনের কৃষ্ণচূড়া
হৃদয় মোহিত করা কোকিলের সুরে প্রাণের দোলা
জানলায় দাঁড়িয়ে সবুজ প্রান্তরে শালিক যুগল দ্যাখা।


আর বলেছিলে ভালো লাগে একাকিত্বের দহন
তাই বুঝি নিজে পুড়ে পুড়ালে আমাকেও
তাই বুঝি নিঃসঙ্গতা আমারও এত প্রিয়,
নেই কোন খেদ,নেই কোন প্রত্যাশা তোমারই মতন
দুঃখগুলি ভাসাই দূর নীলিমায়,পার'তো খুঁজে নিও।