জীবনের অনেকটা পথ পার হয়ে
ক্লান্ত দেহ মনে একাকী ভাবি
কে আমি? কোথায় ছিলাম?
যাবই বা কোন আঁধারের অতলে
কেনইবা হৃদ পটে জাগে বারংবার
আমি বুঝি সত্যিই বড় অসহায়।
ধরণীর নির্মলতাকে করেছি কলুষ
মনের সংকীর্ণতায় হয়েছি পাষাণ
বুঝে না বুঝে কত জনার মনে
দিয়েছি আঘাত ক্ষণে ক্ষণে
আপন খেয়াল খুশিকে প্রাধান্য দিয়ে
কত জনার চোখে ঝরিয়েছি জল
অযথা অকারণ...
বুঝি আজ এই ক্ষণে এসে অবশেষে
জীবনে যা করেছি তার-
সবই ছিল ভুল আর ভুল।