একসাথে পথচলার স্মৃতিময় দিন
হাতে রেখে হাত,পায়ে পায়ে এগিয়ে চলা
স্বপ্নের ভেলায় পাড়ি দিতুম স্বপ্নপুরীর দুর্ভেদ্য প্রাচীর
অনন্ত প্রত্যাশার প্রতিশ্রুত ছিলেম দুজনায়।


তোমার ঐ বেসামাল মনে হারাই আজো
দিই সাঁতার আনমনে তোমার সরসা রূপের গাঙে
তোমারও যতো পাগলামো ছিলো আমাকে ঘিরে
ছিলো কতো উন্মাদনার ছটফটানি অবিরত…


আজো সন্ধ্যা নামে
তমসার ঘনঘোর রাত্রি নিঝুম
গুড়িগুড়ি বৃষ্টি ব্যকুল করে তুলে মনের বিষন্ন পাড়া
উদাস চিত্তে ছুটাছুটি অতীতের তীরে
আজো চলে মনের আনাগোনা সেই অর্জুন তলায়!


মন মুকুরে আজো স্বচ্ছতায় স্পষ্ট
ফেলে আসা স্মৃতির নিবিড় হাতছানি
বটের ছায়ে শিকড় আঁকড়ে কতো দুপুর হয়েছে গত
ও ডাগর কালো আঁখির চেয়ে থাকা নির্নিমিখ
আজো তাড়িত হই অষ্টপ্রহর-
ঐ আঙুলের উষ্ণতার শীৎকারে দিশেহারা অনুভবে!


ভুলি কি করে?
একদিন তুমিই ছিলে আমার সকল সত্তা জুড়ে
ছিলে আমার নিরস ভুবনে অমৃতের শত ফল্গুধারা
হাসি আনন্দে ছিলে মিশে কলঙ্ক পায়ে দলে
অসীম সাহসে দাঁড়াতে এসে হজারো বাঁধার সম্মুখে।


ভুলি কি করে?
আমার মনে তোমার নিত্যই আনাগোনা,ভুলি কি করে?