ভণ্ড সেই জন
রেজাউল করিম সোহাগ


পর ধর্মে অশ্রদ্ধা করে যেই জন
বৃথা তার ধর্ম প্রেম ভণ্ড সেই জন।


কোন সে ধর্মে আছেরে ভাই?
দেখাও কোন সে সেই কিতাব,
মানুষে মানুষে ভেদ,বিদ্বেষ করার-
আছে আদেশ কোন বিধাতার।


তোমার ধর্মে আছে সাধক গুরু
আমার আছে প্রিয় নবী রাসূল,
আমায় গালি দিয়ে পাষাণ তুমি
ওরে পার কি পাবে বদমেজাজি?


মিছেই পাপের বোঝা বাড়িয়ে তুই
কেন যাচ্ছ করে ভাই এই হাঙ্গামা,?
কারও ভালো কখনও হয়নারে ভাই
কভু উঠলে বাজি যুদ্ধের দামামা।


ওরে মানুষের ঘরে জন্মালে হায়
সবাই কি আর হয় মানুষ?
অন্যরে খাটো করে তৃপ্ত যে হৃদ
জানোয়ার সে হয়,নয় মানুষ।