নির্লজ্জের মতো আছি বেঁচে
তুমি আমি আমরা সকলেই,ভুলেই
গিয়েছি সরণি চিরচেনা গৌরবের,অমরত্বের
কার্ল মার্ক্স,লেনিন,চে গুয়েভারা,মাও সে তুং এর-
দেখানো পথ ঐ বিপ্লবের!


রুধির ক্ষীপ্রতা থেমে আছে প্রাণের মায়ায়
শাষকগোষ্ঠীর রক্তচক্ষে তটস্থ বিপ্লবী চেতনা
পিড়িতের পাশে দাঁড়ায় না আর কেউ,
জনতার লহু পিয়ে দিব্যি চলছে বিবেকহীন সমাজ
কোথাও আর হয় না প্রতিবাদ এতটুকুও…


ওগো বিপ্লবী
লজ্জিত হয়ো না আর
তিরস্কৃত থেকো না জাতির কাছে
তোমার ও রয়েছে সক্ষমতা শিকল ছিঁড়ে বেরুবার
আর কতো অর্থ জৌলুশেের করবে গোলামী?


প্রাণের মায়ার ভুলিছো মরিতে
তাই সয়ে যাওয়া অনিয়ম,অবিচার!
ভেবেছো কী?বাকহীন থেকেও দিচ্ছো কতো প্রাণ-
ঐ জালিমের পদতলে,মুক্তি নেই কারো,তাই
বাঁচার নিমিত্তে,মানব জাতিকে বাঁচাতে এসো হুংকারী,
এসো ধরি বিপ্লবের হাত,ভুলো বৈষম্য জাত-বেজাত,
এবার একটা বিপ্লব চাই,মানবতার বিপ্লব……


এসো বিপ্লবী
সদর্পে নামি এসো জীবনযুদ্ধে
জালিম উৎপীড়কের বিরুদ্ধে হই সোচ্চার
এসো সমস্বরে বলি,মরণের ভয় করিনা'ক আর
কতো নিবি প্রাণ?আয়,পেতেছি বুক আমরা অগণন,
মরণ সোল্লাসে নেমেছি,ভয় নেই হারাবার
লক্ষ হাজার লাশের মিছিলে করিনা'ক হাহাকার-
এসো বীরের মৃত্যু নিয়ে মুক্তি নিই আগামীর বিচারের
এসো মৃত্যুতেই জানান দিয়ে যাই আজন্ম ধিক্কার…


জেনে রেখো বিপ্লবী
ভাগ্যের কাছে সমর্পিত জাতির হয় না মুক্তি
বিপ্লব চায় রক্ত, তাজাপ্রাণ
রক্ত বিহীন সফল বিপ্লব হয়েছে কবে কার?