ফিরে দেখ তুমি
ওধারে রয়েছে মনের অস্ত পথ
দিগন্তে রয়ে যায় যত অব্যাক্ত সম্ভাষন-
ভেবে দেখেছ কখনো?
ভালবাসা সিমান্তে তবু বাধা পায়।
তুমি হাটছো যে অগ্র বক্র পথে
ভাললাগা তবু থাকেও কিছু, মহাকর্ষণের শুন্যতায়-
অন্ত এক ছায়াপথ ভ্রমনে আর কতটা আশক্ত হবে-
দৃষ্টি আজ অবারিত সেই বিস্তর নেবুলায়
অথবা দূরে অই বামন নক্ষত্রের তুচ্ছ ভান্ডারে
সে আর কতই হবে-
কত পাব খুজে সাথে পেলে আলোককণা সুপ্রাচিন নক্ষত্র বিচারে-
স্বপ্ন দীঘা বিস্তৃত কল্প অ্যান্ডোমিডা আন্তনাক্ষত্রিক হিলিয়ামে-
কত তুচ্ছ হব
অজস্র ছায়াপথ মন্ডলীর শব্দজট মেলে
বিধাতা তারে জড়ায়াছেন চির শুদ্ধ উপলব্দির বন্ধনে
আজো আমি অনেকটা আশক্ত তোমার অদেখা জিবনে
অবারিত থেক প্রতিটি প্রিয়াঙ্গন মহিমায়
নয়ত মুক্ত একটি আশক্তির কৃষ্ণবিবর রচিত হবে।