এ কঠোর মহি বিষাদময়
সবখানে ভেজাল মাখা,
স্বার্থের কুটিরে বন্দি সবাই
মিথ্যা সুখের ভানে যায় কি ব্যথারে ঢাকা?
স্বপ্নের রংধনু পাওয়ার আশে
সকলি অশ্রু স্রোতে ভাসে।
বিনিময়ে পাই শুধু হাহাকার
নির্ঘুম রাতগুলি পোহাবার।
বিত্ত সুখের দুর্ভাবনা,
মনুষ্যত্বের করে অবমাননা,
সংসার হয় বিভীষিকাময়।
যে আমায় করেছে সৃজন,
ভুলে গেছি তারে এখন,
মানুষে মানুষে বিভেদ লেগেথাকা শুধু।
একমুঠো ভালবাসা,
পুরায় মনের আশা,
মিছে ঠেলাঠেলি সব ধনের কামনায়
পুরা এ সংসার পরে থাক ধুধু।