অজগরের মতো স্তব্ধ দেহটি শূন্য মুর্তিয়মান
গোগ্রাসে গিলে খায় সহস্ত্র যান
শহুরের বুকে কল্প ডাইনোসর।
অবারিত যানগুলি পেট ছিঁড়ে বেরিয়ে যায় আহ্লাদিত প্রাণে,
বিচিত্র এসব লীলা রূপ কথারই তুল্য বটে‌।
কিন্তু যখন গ্রানেড, রাইফেল আর মেশিন গান, কার্তুজ ফেটে রক্ত ঝরে;
রাহাজানিই আর্তনাদিত হয় সমস্ত টাউন।
তখন অজগরের মতো ফ্লাইওভারের মুখে লেলিহান শিখা ললায়িত করে;
শান্তি নেই, শান্ত অথচ কৃত্তিম আবিষ্কৃত টাউন।