লক্ষ্মী পেঁচার চক্ষু বুঝি আজকে হলো কাল;
লক্ষ্মী কোথায়? কাল পেঁচা চেয়ে আছে কদমের ডাল!
পুষ্প কোথায়? সব পোড়া ছাই;
বসন্তের বুকে বান! কি করে এত পরিবর্তন?
পালহীন নাও ছুটে ফুঁসে উঠে জল,
কুলহীন পৃথিবীতে কোথা ছুটি চল।
বাতাসেতে ঠাঁই পেল জীবাণুর ঘর
কালোমেঘ চেয়ে আছে আকাশের পর।
দুর্যোগ নয়
     মানবের প্রতি প্রকৃতির অভিমান
মনুষত্বহীন প্রাণের কি দাম!
অমানুষে চেয়ে আছে ভূ-উপরিতল,
ভেঙে ওরা প্রকৃতির নিয়ম-শৃঙ্খল;
চলেছে পথ-ভ্রষ্ট গ্রহচারী,
ধ্বংসের মুখে এনে অবনীকে ছাড়ি;
ওরা করে হাহাকার
বেকুব মানবের কারবার।
জ্ঞানের দোষে জ্ঞান বিলুপ্ত,
আসল জ্ঞান রইলো সুপ্ত;
পুষ্পরূপ মনুষ্যত্ব
রইলো তাই অবহেলিত।