এ মাটি বিশ্বে বিরল
এ মাটির সোনার চাইতে দাম‌;
এ মাটি শহীদের দান
গড়া আছে সৌদের স্তম্ভ।


এ মাটি রক্তে তাজা
এ মাটি আমাদের গর্ব,
এ মাটির বিপদে আমরা
তার বুকে ঝাঁপিয়ে পড়বো।


এ মাটি বাঙালিকে করে উজ্জ্বল,
এ মাটির স্নেহ ও করুণা কতনা সুশীতল।
এ মাটিতে সবুজের সমারোহ
ইতিহাসে এর মত আছে কি আরও?


এ মাটি অবনীর লীলা
এ মাটিতে শহীদ্দের স্মৃতি,
এ মাটি সারাবেলা
গড়ে তুলে প্রেম প্রীতি।


এ মাটি পাখিদের ডাকে,
এ মাটি ফসলের সাজে,
এ মাটি স্মৃতি বয়ে আনে
প্রকৃতিপ্রেমিক'এর প্রাণে।


এ মাটি মানুষের হাতে,
এ মাটি ধ্বংসের মুখে,
এ মাটি সাজ বদলায়
প্রতিটি ঋতুতে ঋতুতে।


এ মাটির লোভে পড়ে,
কত বিদেশি অস্ত্র ধরে,
তবে সে বীর বাঙালি
মুক্ত করেছে সাহসের টানে।