এইযে নয়তো দেখা ছোটবেলার সেই
বাংলা সিনেমা কমলার বনবাস
এইতো বাস্তব জীবনের অংশ বিশেষ
সত্যিকারের প্রবাস।
বয়স যখন কুঁডি পেরিয়ে,
মধ্যবিত্ত পরিবারের ছেলেদের তখন
দেখা পৃথিবীর আসল রুপ.
বাস্তবতায় গা ভাসিয়ে কল্পনা গুলো থাকে চুপ।
ছোটবেলার খেলনা বিমান
আমার সাথে বড় হয়ে গেল
তাতে করে উড়ে উড়ে প্রবাস দেখা হল.
বন্ধুবান্ধব আর প্রিয় সব মুখ
ধীরেধীরে সব হারিয়ে গেল,
কঠিন সব সমীকরণ সামনে এসে দারালো.
আদরের সেই ছোট্ট খোকন সোনা
ঘাড়ে তার দায়িত্বের বোঝা
তার জন্য বারণ এখন রঙিন সব স্বপ্ন বোনা.
মধ্যবিত্ত ছেলের কিসের স্বপ্ন কিসের আবার শখ!
তাদের শুধু জীবনের তাগিদে বেচে  থাকা
ভাবনা টাবনা যত্তসব।