ধুয়ে নাও সব ধুলোর সমাহার
নিয়ে এসো ছন্দ, শুভ্র অভ্র তলে।