ছন্দ নয় মন্দ, মন কে করে শান্ত ,যখন দুনিয়া বিভ্রান্ত।
প্রযুক্তি যুগে ক্লান্ত, কবি কলম প্রান্ত।
আমি হবো নাকো ক্ষান্ত, প্রকাশে আনন্দ অনন্ত।