পাখিরা ফিরে নীড়ে
সন্ধ্যা নামে ধীরে
এমনি বৃষ্টি সুরে  
মন কি থাকে ঘরে।