সৃষ্টিকর্তা পাখিকে ভালোবেসে
স্বাধীনভাবে উড়তে দেয় আকাশে,
মানুষ পাখি খাঁচায় বন্দি করে
বলে সে পাখি ভালোবাসে।


হাজার প্রজাতির পাখি পৃথিবীতে
ভিন্ন ভিন্ন কূজন ভঙ্গি;
একই রকমের দেখতে শালিক
ভুল করে না চিনতে সঙ্গী।


শান্তির নীড়ে বসবাস, সকাল সন্ধ্যা
আহারে হয় জীবন সম্পন্ন;
বাবুই, ঘুঘু, পানকৌড়ি, টিয়া
অনেক প্রজাতিই আজ বিপন্ন।


নেটের জগতে 4G, 5G আরো কত কী দেখার বাকি
তরঙ্গ ভঙ্গ মৌমাছি-পিপীলিকার, মরছে শত পাখি।


ভোর হলেই পাখিদের কিচির মিচির
শেষ হয় রাত্রি-নিশি;
পাখিরা না থাকলে ধ্বংস হবে,
ধরণী বুকের এই কৃষি।।


আনাচে কানাচে জায়গা পেলে তাই
গাছ রোপণ করে রাখি;
ফুলে ফলে ভরবে দেশ
আসবে আরো অতিথি পাখি।
****************