আগের দিনে যোগাযোগ করতে, পত্র লিখত শত
একটা চিঠি পাইতে কত, দিন যে হতো গত।


ধৈর্য ধরে থাকত তবে, আসবে কবে উত্তর
ডাক হড়করার রোজ খবর, আসবে অতিসত্বর।


চিঠির বদলে চ্যাটিং এলো, খরচ সামান্য ডাটা
প্রেরণের সাথেই উত্তর না পেলে, সম্পর্কে পড়ে ভাটা।


চিঠির বদলে মেসেজ, ই-মেইল, চলছে কাজ কর্ম
সাতদিনের পথ ন্যানো সেকেন্ডে, পাল্টেছে যুগের ধর্ম।


দরকারী যত তথ্য ছিল, আর নেই তাহা কাগজে
প্রযুক্তির কল্যাণে সবই নেটে, চাপ কমেছে মগজে।


ফাইল পত্র কমে গেছে, সবই থাকে রমে (ROM)
খোঁজাখুঁজির ঝামেলা নেই, পরিশ্রম গেছে কমে।।


যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বেড়েছে কাজের গতি
বিজ্ঞানের হয়েছে জয়জয়কার, মানুষের ধৈর্য্যচূতি।


ধন্যবাদ।।