মহান সৃষ্টিকর্তা অনেক সুন্দর
সুন্দর তাঁহার সৃষ্টি
সুন্দর সৃষ্টি দেখার জন্যই
দিয়েছেন মোদের দৃষ্টি।।


নেত্র নামে প্রকাশ তাহার
দেহের মুল্যবান অঙ্গ
তাকে ছাড়া ভ্রমণ, ভোজন
সবই হবে ভঙ্গ।।


প্রথম দৃষ্টি, প্রথম বৃষ্টি
তার সাথেই দেখা
প্রথম অক্ষর, প্রথম পড়া
তার মাধ্যমেই শেখা।।


তারই কোণে সমুদ্রের বাস
সুখ দুঃখে সে দেখায় রুপ
অল্প শোকে ঢেউ ভাঙ্গে তার
অধিক শোকে চুপ।।


এই দুনিয়ার দেখল না কিছুই
দিতে হবে না চোখের হিসাব,
অন্ধ লোকের দৃষ্টি নেই, কী তার অভিশাপ?
দৃষ্টির মুল্য হল অতুল্য দৃষ্টিহীন তা বোঝে
জগতের সব ছেড়ে দিয়ে দৃষ্টি রেখাই খোঁজে।।