জ্ঞানী দেখেন দৃষ্টি মেলে কাদায় থাকা মুক্ত
জ্ঞান যেখানে ছড়ানো আছে চোখ সেখানে যুক্ত।
অভাগার চোখে শুধুই অভাব চারিদিকে দেখে নাই নাই
পেটে ভর্তি পোলাও কোর্মা মনে বলে শুধু খাই খাই।


সাধু দেখে মানুষের মাঝে লুকিয়ে আছেন ইশ্বর
আসল সাধক তারাই যারা ভাল করেছেন বিশ্বর্।
ছাত্রের চোখ বাহির পানে শিক্ষক ব্ল্যাক বোর্ডে
ডাক্তারের চোখ চেম্বারে আর উকিলের চোখ কোর্টে।


কৃষকের চোখ সবুজ মাঠে ফসলের দিকে মুখ
সবুজ পাতায় হাওয়ার দোলে ভরে কৃষকের বুক
কৃষাণীর চোখ বীজ বাছাইয়ে বীজ হওয়া চাই ভাল
তবেই ফলবে সোনার ফসল দেশ দেখিবে আলো।


কামারের চোখ লোহার দিকে আগুনে হয়েছে লালচে
পিটিয়ে বানাচ্ছে হাতিয়ার শীতল হলে হবে কালচে।
নেতার চোখ জনসভার মাঠে খেলতে হবে জমিয়ে
অন্যথায় জনগণ ভোট দিবেনা রাখা হবেনা দমিয়ে।
লেখকের চোখ সাদা খাতায় কলমটি তাহার হাতে
মাথায় চলে মেধার খেলা দিনে কিংবা রাতে।


গাধার চোখ মুলোর দিকে সামনে বাড়িয়ে পা
বয়ে বেড়াচ্ছে ভারি বস্তা গেরস্ত বলছে চল খা;
শিয়ালের চোখ গেরস্তের দিকে কখন যাবে সে মাঠে
মুরগি মেরে খাবে শেয়াল পার্টি নদীর ঘাটে।
কুমিরের চোখ কিনারার দিকে শিয়াল খাবে পানি
যখন দিবে পানিতে পা বাকিটুকু সবাই জানি।


এভাবেই চলে দেখাদেখি কেউ মারে কেউ মরে
কেউ লুকায়, কেউ চুরি করে নিজের থলে ভরে
দিনশেষে সবার শুন্য থলি বেঁচে থাকে শুধু আঁখি
আখিও একদিন বিশ্রাম নেবে উড়লে দেহ পাখি।