বিধাতার রহস্যময় সৃষ্টি, মানব মাত্রই চঞ্চল
ভাষা, ধর্ম, সংস্কৃতি ভিন্ন, অঞ্চল ভেদে অঞ্চল।
লোক দেখানো সমাজে, আজ অত্যাচারীই সবল
বিনয় যে একটি মহৎ গুণ, লোকে ভাবে অতি দুর্বল।


তার মতো না হতে পারি, করি তার প্রতি হিংসা
আকাশে বাতাসে প্রতিশোধের আগুন, ফলাফল জিঘাংসা।
ষড়রিপুর ষড়যন্ত্রে পড়ে, বিবেক পেয়েছে লোপ
আত্মসম্মানে আঘাত হানলে, বাড়ায় মনের ক্ষোভ।


অভিনয়ের জগতে মানুষ চেনা দায়
মনে মনে থাকে দ্বন্দ্ব;
সামনে অতি উচ্চ প্রশংসা
আড়ালে করি গালমন্দ।


সৎ মানুষের সৎ চিন্তা, থাকে বেশি তার দম
গরম ঢাকনার উপর একটু, মাছি পড়ে কম।


সচ্চরিত্র, সততা, সত্য কথার আছে অশেষ মূল্য
সর্বশ্রেষ্ঠ জীব বলে তাই, কারো সাথে নাই তুল্য।