মাছরাঙ্গা বসে আছে ধানক্ষেতে গোজে
উড়ে উড়ে একধ্যানে পুঁটি মাছ খোঁজে;
মাঝে মাঝে উকি দেয় থাকে সদা চুপ
স্থির হয়ে উড়ে সেতো দ্রুত দেয় ডুব।
ধানক্ষেতে ছোট মাছ করে কিলিবিলি
একে একে ধরে মাছ খায় তারে গিলি;
বক এসে বলে তারে পুঁটি গেল কই!
মাছরাঙ্গা হেসে কুটি ধান হেসে খই।


ধানক্ষেত ঘিরে ঘিরে চাষা পাতে জাল
কিছু মাছ উঠে আসে যদি থাকে খাল;
এক ক্ষেতে মাছ ধরে, ধান থেকে ভাত
মাছে-ভাতে বাংগালি, ছিলো কত স্বাদ।
বাংলার রূপ আবার আসে কী না ফিরে?
খাল-বিল-নদী থাক, পাখিদেরই ভীড়ে।


ধন্যবাদ।