বাহিরে বইছে ঝড়ো হাওয়া
মেঘের কোলাহল
নামিলো বাদলধারা
অবিরাম ছলছল।


ঝড়ো হাওয়ার শাঁ শাঁ শব্দ
কাঁপছে ঘরের চাল
গাছ থেকে পড়ছে আম
ভাংছে গাছের ডাল।


ঝড় থামিছে বৃষ্টি থামিছে
খোকা আম কুঁড়াতে চল
আমের খোঁজে দ্রুত সবাই
গেল গাছের তল।


গাছ তলায় আম না পেয়ে
খোকার চোখে জল
ঝড়ের সময়ই আম কুঁড়িয়েছে
কিছু সুযোগ সন্ধানী দল।।