বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়, ছাত্র থাকে মেধার বলে
ছাত্রজীবন মুক্ত জীবন, কাটে উদ্যম কোলাহলে।
বাস্তব জীবনের বোধোদয় হয়, ফাইনাল ইয়ার শেষে
এম এস এ উঠে ঝিম ধরা ভাব, বাহিরে কম মেশে।


চাকরির আবেদন করতে করতে, পকেট হয়ে যায় ফাঁকা
বেকার বলে ছেলেটি আর, চায়তে পারে না টাকা।
মন দিয়ে আর পড়েনা সে, প্রশ্ন ফাঁসের ত্রাসে
বারবার সে মার খেয়ে যায়, হতাশার করাল গ্রাসে।


মধ্যবিত্তের সন্তান বলে, কষ্টে ম্যানেজ হয় খরচ
এই ভেবে দিন-রাত পার, চাকরিটা তার ফরজ।
পড়াশোনা শেষে চাকরি যুদ্ধ, খোঁজে স্বাধীনতার সুখ
কবে ভালো একটা চাকরি হবে, দীর্ঘশ্বাসে এই বুক।


কোথাও গেলে প্রশ্ন সবার, ব্যবস্থা হয়নি কিছু?
সুনামধন্য বিদ্যাপিঠে পড়েও, মাথা হয়ে যায় নিচু।
বেকার বলে একাই থাকে, পিছু নেয় না কোন মেয়ে
প্রেমিকার বিয়ে অন্য কোথাও, দেখে যায় শুধু চেয়ে।


মা আমি চাকরি পেয়েছি, ঘুচবে তোমাদের দুঃখ
খুশির খবর শুনে, বাবা-মায়ের অশ্রুসজল মুখ।
আমৃত্যু ভালবাসা দিয়ে, সন্তানের কষ্ট করে যারা লুট
তারাই দেশের গর্বিত বাবা-মা, জানাই হাজার স্যালুট।।


ধন্যবাদ*