আমি একটি রাষ্ট্রের কথা বলছি
সেখানে উর্বর মাটি আছে,ফসল ফলেনা
তার উপরে উঠে কবল এলোমেলো ইমারত;
প্রবহমান নদী আছে,মাছে ভর্তি জেলেদের নাও ভাসেনা
ভেসে বেড়ায় তেল,ক্যামিকেল আর প্লাস্টিক বর্জ্য;
সবুজ বন আর সুউচ্চ পাহাড় আছে,নেই জীব বৈচিত্র্য
তার বুক চিরে গড়ে উঠেছে বসতি,পার্ক,রিসোর্ট।
আমি একটি রাষ্ট্রের কথা বলছি
সেখানে গণতন্ত্র আছে,তার প্রতিফলন নেই
ক্ষমতার যাতাকলে প্রতিনিয়ত নিষ্পেশিত সাধারণ মানুষ;
আইন আছে,বিচারালয় আছে, তার প্রয়োগ নেই
দুর্বলের উপর দম্ভ ভরে অত্যাচার করে যায় সবলের দল;
ধর্ম আছে,সমাজ আছে,শুধু নেই তার সক্রিয়তা
স্বার্থের ঝুলি ভরতে যে যার মত সদাই বিব্রত।
আমি একটি রাষ্ট্রের কথা বলছি
সেখানে তরুণ প্রজন্ম আছে,তারুণ্যের জৌলুস নেই
ভ্রষ্ট পথে ছুটে চলেছে নষ্টের দ্বারপ্রান্তে;
নায়ক আছে,গায়ক আছে,কবিও আছে,জাগরণ নেই
সংস্কৃতি,বিনোদনের নামে চলে ন্যাকামি আর নষ্টামি;
মঞ্চ কাপানো নেতা আছে,স্বঘোষিত দেশপ্রেমিক আছে
শুধু মশাল হাতে দুর্গম পথের সেই অভিযাত্রিক নেই।