আমি হন্যে হয়ে একটি নদী খুজে বেড়াই
যার শীতল জলে মম দেহ মন জুড়ায়;
কালে কালে জমা সব পঙ্কিলতা
ধুয়ে যাবে তার শত ধারায়।


কত নদী দেখেছি জীবন ভরে
অশ্রু নদী,রক্ত নদী,রাক্ষুসী নদী,
সব নদী বিলীন হবে একে একে
খুজে পাই আমার মায়া নদী যদি।


দিনে দিনে ভেসে যাবো অকূল পাথারে
সাঙ্গ হবে জীবনের সব খেলা;
এপাড়-ওপাড়,নদীর দুই পাড়েই আমি
বসিয়ে যাবো শান্তি-সুখের মেলা।