সে পথে এখনো নির্লিপ্ততায়
দাড়িয়ে থাকে একটি কিশোর;
তার নীলাভ দুটি চোখ
তীক্ষ্ণ-জ্বলন্ত তাকে সুদূর।
যেখানে মাঠ শেষে গ্রাম
ধূসরতা চিরে বেরিয়েছে বাঁকা পথ;
কথা ছিল এ পথেই আসবে
সেই দূর গাঁয়ের রথ।
ফাগুনের বাতাসে উড়ে ধূলো
চারদিক ঝাপসা হয়ে আসে;
সে কিশোর নিশ্চল_নিরব
প্রহর গুনে আপন আশে।