স্মৃতি গুলো আঘাত করে
বর্তমানের দেয়ালে;
ভস্ম হয় হৃদয়ের ইমারত
অদৃশ্য অনলে।


চোখের জল উছলে পড়ে
কাজল সরোবরে;
জীবন তখন বিলীন হয়েছে
বিদগ্ধ বিভাবরে।


সাধ্য আছে কার আর
তারে বাধে;
প্রাচীন বৃক্ষের নিচে হাসে
সর্বনাশী রাধে।