নীরব দুপুর,রোদে মাখা মাঠ,
সবুজের হৃদয়ে নদীর পথ হাট।
তুমি পাশে দাঁড়িয়ে, নিঃশব্দ ভাষা,
তাকিয়ে আছি দূরে—প্রকৃতির আশা।

হাত ধরো না, তবু অনুভব করি,
তোমার নিঃশ্বাসে আমার হৃদয় গড়ি।
কথা না বলেও বলি কত কিছু,
তোমার ছায়ায় মিশে যায় আমার দিশা।

হাওয়ার শব্দে বাজে ভালোবাসার বীণা,
তোমার চোখে দেখি এক জীবনের চিনা।
এই থেমে থাকা দৃশ্য, এই নিঃশব্দ ক্ষণ,
হয়তো চিরকালই থাকবে আমার মন।

পাশে থাকো, এই তো চাওয়া,
বাকিরা থাকুক ব্যস্ত—আমরা থাকি ভাবনায় ভরা।
প্রকৃতি হোক সাক্ষী, নীরব হোক বাণী,
রুদ্র আর নিশি—একটি ভালোবাসার কাব্যকথা জুড়ে চলি।