জানি যতই মধুর মধুরতাই খুঁজিস তোর সুখ
আমাকে ভেবে জীর্ণ করি ডোর করবেই ধুকপুক।
তোর উচ্ছাসের ঐ বৃষ্টি ধারার রিনঝিনঝিন নূপুর
খুঁজবে ঠিকই উষ্ম হতে রৌদ্র দীপ্ত দুপুর।


তোর সাধু লোকের সাধন পেতে মনুষ্য কোলাহল
দেখবি কোন আলতো ছোঁয়ায় দু'চোখ নির্মল।
তোর বুকের সাথে বুক মিশিয়ে গরম তাহার ছোঁয়ায়
ঠিক শীতল হতে চাইবি যে তুই হঠ্যাৎ ভগ্ন কায়ায়।


তোর খোকার সাথে লাটাই হাতে খেলবি যখন খেলা
শূন্যে ভাষা সুতার ঢেউয়ে কাঁদবি যে অবেলা।
তোর খাপার ফুলে মাতোয়ারা ভ্রমর যখন নিত্য
হৃদয় মাঝে অনল প্রবাহে ক্লান্তি নামবে চিত্তে।