দেখেছি মোর আঙ্গিনা কোনে
ঝোপঝাড় আর বাশেঁর বনে।
আধ ভাঙ্গা ঐ চাঁদের ঢলে
তারার মত কারা গো জ্বলে।
ওরা কি তবে শিশির কণা
নাকি কোন মুক্তো দানা।
চাদেঁর আলোয় অমন জ্বলে
থেকে থেকে পলে পলে।
কেন তবে অমন জ্বলে
ছন্দ পায়ে আলতো চলে।
তবে কি তাদের দেয় পাহারা
বাশেঁর বনে ঘুমায় যারা।
একটি দুটি এদিক সেদিক
চোখ দুটি মোর যাচ্ছে যেদিন।
পুকুর পাড়েও যাচ্ছে দেখা
জ্বলছে সেথায় থোকা থোকা।
ওরা কি তবে আলোর দিশা
ভেঙ্গে চলে অমানিশা।
নাকি ওরা স্বপ্ন আনে
আধাঁর ঘেরা চোখের কোনে।
নাকি তারা পরীর রানী
আলোর রেখা যাচ্ছে টানি।
ঝাঁকেঝাঁকে জোড়ায়, জোড়ায়
পাতার ফাকেঁ গাছের গোড়ায়।


রচনাকাল


০৮/০১/০৫ ইং।