সতেজ পত্র-কলি, দিয়েছি জলাঞ্জলি
নিজেকে করেছি ছিন্নমূল,
আরাধনা যত, অঞ্জলি শত
সবি ছিল আমারই ভুল।


সুস্বাদু ফল, বিলিয়েছি অতল
করেছি নানান বন্দনা,
আজি নিন্দার বাতাস, করছে হা-হুতাশ
উড়েছে গেছো তাই চন্দনা।


সুখে উদ্গম চিত্তে, পাগলা গান নৃত্যে
আছড়িয়েছো নরম শাঁখ,
গড়িয়ে শুভ্র রক্ত, ভিজেছে গণ্ড অব্যক্ত
তবু শান্ত আমি নির্বাক।


টিয়ে মাখা ডানা, স্বাধীনতার নেই মানা
শাঁখে শাঁখে বিচারণ,
চির ধরা বাকল, নরম মাটির শিকড়
শান্ত স্থির আমরণ।


সবুজ তরুতে নীড়, সজীব শাঁখে দৃঢ়
বুনেছ কতনা বার,
না ভেঙ্গেছি ঘর, কেড়েছি আহার
তবুও আজ স্বার্থপর।


                                                          রচনাকাল
                                                       খুলনা সদর থানা
                                                       ১৫/১২/২০১৯ খ্রিঃ