অহল্যা ব্যাথার পুঞ্জে ফেলে
তুই সুদুর সুখ গগনের সাথে
সখ্যতা করবি!
তা আমি কখনই হতে দেবনা।
তোকে আমি ছিনিয়ে আনবোই-
তোর সুখের কুচি কুচি অসংখ্য
ইট, কাঠ আর পাথরের মাঝ থেকে
বিষাক্ত বিছে হয়ে,
সুখের কালো মেঘের মাঝ থেকে
বিদ্যুৎ এর মত গর্জন করে।


শুধু একান্তই তোকে পাবার জন্য
প্রয়োজনে একে দেব
প্রতিপক্ষের কালো বুকে লাল-লাল চিহ্ন।
আমার বুকের তারকাটাই
পিষ্টে ধরে
নিঃশেষ করবো তোকে
চুম্বনে চুম্বনে।
তবু আমি তোকে
হাত রাখতে দেবনা
কোন যুবকের ঠান্ডা হাতে।


আমার হৃদয়ের ক্ষততে
তোকে রাখবো
পোকা করে।
তুই তিতা রক্তপানে
খোচাতে খোচাতে
আমাকে বিহ্বল করবি।
তবুও
তোকে--- তোকে
কোথাও যেতে দেবনা।
আমার বুকের কার্নিশে জামানো
কিঞ্চিত সুখের বেষ্টনি ছেড়ে
একান্তই আমার করে রাখবো
আধারে, গোপনে
নির্ভিতে।


           রচনাকাল---
           বারান্দীপাড়া, যশোর
           ১২।০৭।২০০৪ খ্রিঃ