ন্যায় অন্যায় বিচার হয় না দৃষ্টিভঙ্গির রুচিতে ,
ন্যায় অন্যায় বিচার হয় উচিতে-অনুচিতে ।
কোন অন্যায় লোকানো যায় না কারুর বকলমে ,
কারণ তার বিচার হয় প্রকৃতির নিয়মে ॥