আমি কবিদের মতো হতে চাই ;
উত্তর মালয় সাগর থেকে উত্তপ্ত চাঁদ
আমাকে গিলে খেয়েছে ; যার গন্ধ আমার
নাকে লেগে আছে - মনে আছে অন্ধকারে
একা একা চাঁদ মামাকে গান শুনিয়েছি ;
গা ভিজিয়েছি নক্ষত্রের রাতে
কেউ নেই তবুও তুমি ছিলে
সবুজ ঘাসের মতো তিক্ত স্বাদের
জীবন নিয়ে এসেছিলে
ধূলোময়লা জমে থাকা টেবিলে
কে যেন কবিতা লিখতে শুরু করলো - জগৎ সংসার থেকে বহুদূরে একান্ত গোরস্থানে শয্যা নিয়ে
শবের মতো ;সোনালী ডানার চিল
নির্জন স্বাক্ষর রেখে যাবে এখানে
সময় যাবে বয়স যাবে
তীব্র আকাঙ্খা নিয়ে -
আমাদের কবিতা গুলো
আকাঙ্খা ছড়াবে নিশিরাতে
জোনাকির স্রোতের মতো
মাঘের শীতে করুন বাতাসে -
কবিতাগুলো উষ্ণ হবে, নারীর মতো।


শুভ্রতা মাখুক পৃথিবীর হৃদয়ে ;
লিখুক সবাই কবিতা -
কবিতা হোক তারুণ্যের মশাল
বিপ্লবী চেতনার অমোঘ টান।


হেঁটেছি কেবল পথ
লিখেছি শত কবিতা, হারিয়ে গেছে সব সব সব
তারপরে আর কবিতা লিখা হয়নি,
লিখিত জীবনের বাইরে থেকে
কবিতাগুলো হারিয়ে যাক পৃথিবীর
হৃদয়ে আমার নির্জন স্বাক্ষর রেখে