সৃষ্টির মাঝে অসীম প্রেম
স্ট্রষ্টা আমার বুকে - বুকের ভেতর সৃষ্টি নিয়ে
মুগ্ধ তোমার রুপে
একবার তোমায় দেখিতে পাই
কৃষ্ণচূড়ার রঙে, মৌমাছিদের গুঞ্জনে।

মনে হয় তুমি কোনো অসীম প্রেমের কবিতা
সেই কবিতার এক ধূসর রুপ জাগে হৃদয়ে
নিমিষেই সব প্রেম ঘুচে যায় সৃষ্টির মাঝে -
মুগ্ধতা ছড়িয়ে পড়ে  পৃথিবীর বুকে।

সৃষ্টিজুড়ে অসীম প্রেম, চোখের কোটরে আলোকিত আসমান - সাত আসমানের বিস্তীর্ণ ডানার ভিতর
পৃথিবী আটকে আছে মধ্যবয়সে।