হে নারী - বাংলার ধূলোময়লা কাঁদা মাটি সবই তো তুমি - হিরক খন্ড চকচকে নিখুঁত অভিজাত তুমি - তুমি মানে ভরদুপুরে মাছভাত উদরসাৎ - তুমি মানে জীবন যুদ্ধ দীর্ঘশ্বাস।


হে নারী তুমি উজ্জ্বল দিন কিংবা তাঁরা ভরা রাত ;
মাঝনদীতে থেমে যাওয়া জীবন - তোমার দিকে তাকায়ে থাকে ; তোমার চোখে লেগে আছে জীবনের স্বাদ।


হে নারী - তুমি উত্তপ্ত সূর্যের আলো কিংবা হিমবাহের তীব্র শীত ; তুমার বুকে বেঁচে থাকে পৃথিবী - বর্বর জনপদে তুমি মায়ার বন্ধন - হৃদয়ের সকল আক্ষেপ ; বায়বীয় সৃষ্টি তুমি।


হে নারী তুমি প্রাগঐতিহাসিক চেতনা ; তোমার সুখে উড়ে বেড়ায় যাযাবর পখি - নীড়ে ফিরি আমি।
তুমি এক সুখ নিরেট বাস্তবতাবাদী সুখ।