ভবানী, তোমার কথা সত্য, বাংলা কারও আসে না-
২১ তারিখ চলে গেলে, মিনার ফুলে ভাসে না-
ভুল ছিল সব রক্তদাতার, আর্তনাদ তো আসে না-
বাংলা বলা কবেই গেছে, চেতনাও আর আসে না-
ভুলছি সবাই অতীত স্মৃতি, বাংলাতে মন ভরে না-
ভবানী, তোমার কথা সত্য, বাংলা কারও আসে না-


ইংরেজিতেই বড্ড আরাম, যুক্ত বর্ণ লাগে না-
বাংলা লিখতে প্যাঁচ লেগে যায়, নিয়ম মনে থাকে না-
মম বলাতে তুষ্ট ছেলে, মা, খ্যাত, তাই চলে না-
স্মার্ট মানে ইংলিশ গালি, বাংলা কেয়ার করে না-
বাংলা, সে তো, থার্ড ভাষা তাই, ওটা মনে ধরে না-
বুঝলে প্রসাদ, কথা সত্য, বাংলা ভালো লাগে না।