যখন তার বয়স ছিল পুতুল নিয়ে খেলার,
তখন তিনি যেতেন মাঠে খাবার দিতে দাদার।
খেয়াল টপ্পা দূরেই থাক,পড়াশোনা চুলোয় যাক।
মাথায় ছিল ভাই বোনকে মানুষ করার দায়।।
ভালো করে বোঝেননি, সংসারটা কি জিনিস
ঠিক তখনই চলে এলেন সামলাতে স্বামীর বাড়ি।
মস্ত সংসার, মাছ বাছা থেকে বাসন ধোয়া ;
কাপড় কাচা,হলুদ বাটা কিংবা উনুনের ধোঁয়া।
আমাকে স্কুলে পাঠানো,
খেলার মাঠের বিবাদ মেটানো।
সন্ধ্যে হলে সবাই যখন ব্যস্ত দেখতে 'জন্মভূমি'
হাতে থাকত সাঝের প্রদীপ ঠিক তক্ষুনি,
এভাবেই কেটে গেলো অনেক গুলো বসন্ত
মা আমার ছোট বেলায় ছিলেন ভীষণ দূরন্ত।।
                     ।। শুভ জন্মদিন।।