মায়ের কোল ছেড়ে হঠাৎ কখন
২২শে পা দিলাম জানতেও পারলাম না।
শুরু হয়ে গেল অস্তিত্ব  টিকিয়ে রাখার লড়াই।।
জানি চাপ নেওয়া  ঠিক  নয়,
তবু নিয়ে ফেলি।
এ যে ফেরারি  মন আমার,
তাইতো ফেরারির সওয়ারি
ফিরে আসা, বাঁচা, সফল হওয়া
এতেই তো অসুখ।  এযে  মনের অসুখ।।
সফল হওয়া মানেই কি __
অনেক টাকা রোজগার  করা ব্যস।।
ফেরারি মন তো আছে
কিন্তু ''ফেরারি'' গাড়ি কোথায়?
এতো রোজগার  নয়;
এতো পাপ।
পৃথিবীর সমস্ত কিছু নোংরা হয়নি এখনো
একটা ভালো ঘটনা ঘটুক যা আঁকড়ে ধরে আমি বাঁচবো ,
না এখানেই শেষ নয়।
তবু  আমায় তো অস্তিত্ব  টিকিয়ে রাখতেই হবে।
ঐ যে ''ফেরারি মন''_______।।