যা আমার সে সব আর কারও নয়
আমি সব কিছু দেখতে পাই আবার,
আমি জানি আমার পিছনে সে
হাঁটে প্রতি রাতে লাজুক পদক্ষেপে।
হলুদ আলো জ্বলজ্বল করছে প্রায়
ছিল না বিত্তের ঋজুবন্দনা,
আমি ছেড়ে এসেছিলাম তাকে। 
বুঝতে পারিনি তার ওই ভাষা!
আমার প্রশংসা করেছিল,নাকি
তাচ্ছিল্য  করেছিল আমাকে?