বিনিদ্র চোখে আজ স্মৃতির নক্ষত্ররা হাসে,
স্বপ্নগুলো মৃত প্রজাপতিরর জলছবি আঁকে।
ইচ্ছেগুলো বেঁচে আছে কুয়াশার ভীড়ে,
ক্লান্তির চাদর আজ সারা গায়ে আছে মিশে।
বদ্ধমনের গোপন কোঠায় কাঁদছে সেই পাখি
জীবন মানে শুধুই কি কষ্টে মাখামাখি ?
হবে না কি কখনো আলোকিত এই প্রান,
নেবো না কি কোনদিন মুক্তির সেই ঘ্রান।?।